বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বদরুদ্দোজা শেখু Badaruddoza Shekhu ( a bengali Poet)

বদরুদ্দোজা শেখু  Badaruddoza Shekhu  ( a bengali Poet) 


                       কবি পরিচিতি

                    বদরুদ্দোজা শেখু 

            Badaruddoza Shekhu

বদরুদ্দোজা শেখু
 Badaruddoza Shekhu
 

           বদরুদ্দোজা শেখু মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত ঠাকুরপাড়া গ্রামে ইং ১৯৫৫ সালের ২রা ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন ।
পিতা- সাইফুদ্দীন সেখ ক্ষুদ্র চাষী , মা ফজরেতুন নেশা বিবি গৃহবধূ । অভাব অনটনের মধ্যে বড়ো হওয়া । প্রথাগত শিক্ষায় গণিতবিদ্যায় স্নাতকোত্তর । পেশায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী, সহ-অধিকর্তা, নারী শিশু ও সমাজ কল্যাণ অধিকার থেকে অবসর-প্রাপ্ত । নেশায় কবিতা লেখালিখি । বিবাহিত । শোভা গোস্বামী কে বিয়ে করেছেন । 

  কবির এ যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ --- অলৌকিক আত্মঘাত ( ১৯৯২ ) , দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন (১৯৯৫) , শব্দ ভেঙে সংলাপ (১৯৯৭ ), আরো থোড়া দূর (২০১৯ , অনলাইন) এবং পরী ও পেয়ালা ( ২০২০) ।
  যে সমস্ত পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো---- অদলবদল ,সপ্তাহ , পূর্বাভাস ,জাগরী ,দৌড় , কবিতীর্থ, শব্দনগর , ঋতুযান প্রভৃতি ।


তিনি কবিতা লেখায় কাব্যতরী (বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত ) পত্রিকা গোষ্ঠী থেকে অন্যতম সাপ্তাহিক সেরা সম্মাননা , কথা ও কাব্য সাহিত্য গোষ্ঠী থেকে একাধিক অন্যতম দৈনিক সেরা সম্মাননা এবং কুসুম সাহিত্য অঙ্গন সাহিত্য গোষ্ঠী থেকে কলম লেখনী সম্মাননা পেয়েছেন।
  এছাড়াও কবি চন্দ্রমল্লিকা ,শব্দনগর, একুশে বর্ণমালা, কল্পকথা সাহিত্য পরিক্রমা, আঁতুড়ঘর প্রভৃতি সাহিত্য গোষ্ঠী থেকেও একাধিক সম্মাননা পেয়েছেন।

বর্তমানে বিভিন্ন অনলাইন পত্রপত্রিকায়ও তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়।
  কবি অল্পস্বল্প অণুগল্প ও ছোটগল্পও লেখেন।
আমাদের উপকণ্ঠ সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখেন।