বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

মারাঠি কবি নারায়ন সুরবে ( ১৯২৬-- ২০১০)/ Narayan Gangaram Surve

মারাঠি কবি নারায়ন সুরবে ( ১৯২৬-- ২০১০)

Narayan Gangaram Surve (15 October 1926 – 16 October 2010) was a Marathi poet from Maharashtra, India.

                 

   কলম ধরেছেন......সৌম্য ঘোষ




Narayan Gangaram Surve


          "একলা ত' আসিনি

          যুগটাও সাথে আছে ।

          তুফান থেকে সাবধান ।"


     ____  নারায়ন সুরবে । মারাঠি কাব্য সাহিত্যে আর পাঁচজন কবির চেয়ে একটু আলাদা । জন্ম, শৈশব, কৈশোর জর্জরিত হয়েছে অন্নচিন্তা করতে করতে। বিদ্যালয়ের লেখাপড়া মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত । যা কিছু শিক্ষা, জীবন দর্শন সব আহোরণ করেছেন জীবন থেকে । জীবনে পাওয়া না পাওয়া

সুখ-দুঃখের স্বাদ থেকে । বেঁচে থাকার ধরন ও বৈচিত্র্য থেকে । মানুষের লোভ হিংসা ক্রোধ সাধ আহ্লাদ দুচোখ দিয়ে  দেখেছেন, মন দিয়ে অনুভব ও উপলব্ধি করেছেন। দেখেছেন দিনমজুর খেটে খাওয়া মানুষদের জীবন । তাই তাঁর কবিতায় কাব্য এবং জীবন পৃথক থাকেনি । অঙ্গাঅঙ্গি ভাবে সম্পৃক্ত । জীবন মিশে গেছে কবিতায়, কবিতা মিশে গেছে জীবনে ।


         " এরা এবার জেগে উঠেছে

           বদলে দেবে পৃথিবীর রূপটাকেই ।"

কার্ল মার্কস, লেলিন এর আদর্শে অনুপ্রাণিত তরুণ বয়স থেকে। সাধারনত: মারাঠি কবিতায় আমরা দেখতে পাই,  কেবল সুন্দর মধুর কল্পনা । আর তাও পরিবেশিত হয়ে থাকে কঠিন শব্দ আর দুর্বোধ্য ছন্দ প্রকরণের মাধ্যমে । যা অল্প শিক্ষিত ও সাধারণ বোধবুদ্ধির মানুষের পক্ষে বোধগম্য নয় ।

নারায়ণ সুরবে' সেই প্রথা ও বাধা ভেঙেছেন । তাঁর কবিতা বোঝার জন্য সংস্কৃত জানার প্রয়োজন নেই। নেই ছন্দজ্ঞান থাকার আবশ্যকতা । এই কারনে তাঁর কবিতা অন্য মাত্রা পায়, অন্য মূল্য পায় পাঠকসমাজে । তিনি বিশ্বাস করতেন, প্রত্যেক কবির কাব্যকৃতি লিখনশৈলী ও রচনাকৌশল সেই যুগকে চিহ্নিত করে। তিনি বলেন, মানুষের কথাই আমি মানুষের জন্যই লিখি। 


    "এই বস্তিতেই একদা উদিত হবে নতুন সূর্য

      আমাকে এগিয়ে যেতে হবে ততদিন 

      দ্বারপ্রান্ত থেকে আসবে সোনারঙের রথ

      প্রিয়ে, আমার জন্য অপেক্ষা করতেই হবে     

      ততদিন ..... "


সেই উদিত নতুন সূর্য আজও এলোনা । দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলির স্বপ্ন আজও অধরা । পরিবর্তনবাদী মানুষগুলি চিরায়ত সমাজ ব্যবস্থায় লালিত শোষিত হতে হতে  ব্রাহ্মণ, সমাজপতি , ধনী ও শাসকদের প্রতি আজন্ম পালিত ভক্তি-শ্রদ্ধার কারণে একজোট হতে পারল না । সমাজে পরিবর্তন আর হলো না । উদিত হল না নতুন সূর্য ।

কখনো তাঁর কলম দুঃখবোধে জর্জরিত ------


       " আগামী দিনের সমস্ত দুঃখরাশি

         আমি ভুলে যাবো ভাবছি

         আজকের ব্যথাটুকু কোথা রাখি

         কেউ ত' বলে দেয় না ....."


তবুও কবির  দু'চোখে জীবনের আশা, নতুন ভোরের স্বপ্ন সবুজ কিশলয়ের মত কচিপাতা মেলে দেয় ------


  "হাতে ধরা পতাকা উড়বে

  হাঁসেরা উড়ে যাবে বাতাসের সঙ্গে

   যাত্রা শুরু হবে এবার

   শুরু হবে নব নব সৃষ্টির ।"



                মারাঠি সাহিত্যের সমালোচকদের বিচারে কবি নারায়ন সুরবে' নিজের স্বভাবগুণে, সৃষ্টি ও বৈচিত্রের গুনে এক সর্বজনস্বীকৃত স্বতন্ত্র জাতের কবিতা শিল্পী। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ -----

৭টি কবিতা সংকলন। প্রবন্ধ পুস্তক ৯টি । সম্পাদনা ৪টি ।  পুরস্কার পেয়েছেন ------  রাজ্য পুরস্কার (১৯৬৩ ও ১৯৬৭), সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার (১৯৬৮) , নরসিং মেহেতা পুরস্কার (১৯৬৯), কবীর সম্মান পুরস্কার (১৯৬৯), জনস্থান পুরস্কার (২০০৫) প্রভৃতি  ।।

___________________________________________

    লেখক ... অধ্যাপক সৌম্য ঘোষ । চুঁচুড়া। হুগলী

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ডঃ রমলা মুখার্জী (Dr. Ramala Mukherjee)


ডঃ রমলা মুখার্জী ( ২৩ জানুয়ারি ১৯৫৫)  একজন ভারতীয় বাঙালি কবি, গল্পকার, নাট্যকার এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষাবিদ।

Dr. Ramala Mukherjee (23 January 1955) An Indian Bengali poet, story writer, Dramatist and President's Award winning national educationist.

ডঃ রমলা মুখার্জী


বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

মিনতি গোস্বামী Minati Goswami By Upokontha Sahitya Patrika

 মিনতি গোস্বামী  Minati Goswami

      মিনতি গোস্বামী একজন মহিলা কবি, অনুগল্পকার, ছোটোগল্পকার, উপন্যাসিকা, শিশু সাহিত্যিক ও সর্বোপরি পত্রিকা সম্পাদিকা।

উপকণ্ঠ সাহিত্য পত্রিকা এর কবি ও লেখক-লেখিকা পরিচিতির আজকের পর্বে  আলোচনা করা হল " মিনতি গোস্বামী " সম্পর্কে



                   মিনতি গোস্বামী
                     Minati Goswami

                 

মিনতি গোস্বামী  Minati Goswami


জন্ম:-

মিনতি গোস্বামীর জন্ম ১৯৫৭ সালে অবিভক্ত বর্ধমান জেলায়। পিতৃভূমি বর্ধমান জেলার আউসগ্ৰাম।


শিক্ষা ও কর্মজীবন:-

প্রাথমিক শিক্ষা শুরু বর্ধমান শহরেই।বর্ধমান শহরের মহারাজধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজ থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ও বি.এড ডিগ্ৰি লাভ করে ১৯৮৮সালে বর্ধমান জেলার উচালন উচ্চবিদ্যালয়ে শিক্ষিকার পদে যুক্ত হন।


সাহিত্য জীবন:-
লেখালিখি শুরু করেন ১৯৭৮ সালে কবিতার হাত ধরে।কবি যখন যৌবনে পদার্পণ করেন, তখন এক অস্থির রাজনৈতিক পরিবেশ চলছিল বাংলায়। শিক্ষাজগতে  নেমে এসেছিল অন্ধকার যুগ। সেই সময়ে শুভবুদ্ধি সম্পন্ন যুবসমাজের কিছু অংশ ও বুদ্ধিজীবী মহল এগিয়ে এসেছিল অন্ধকার যুগকে সরিয়ে আলোর নিশানা   খুঁজতে ।
কবিও তখন লেখনী তুলে নিয়েছিলেন সীমিত সামর্থ্যে প্রতিবাদ করতে ও আলোর সন্ধান
দিতে। পড়াশোনার পাশাপাশি তিনি এই সময়
বেশ কিছু কবিতা লেখেন।বছর পাঁচেক
বিভিন্ন পত্র- পত্রিকায় তাঁর লেখা ছাপা হয় সুনামের সঙ্গে। তারপর দীর্ঘ পঁচিশ বছর লেখালিখি ছেড়ে  সমাজ পরিবর্তনের আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেন।
মূলত অবহেলিত মহিলা সমাজ ও তাদের অধিকারের জন‍্যই আজীবন লড়াই করে গেছেন।
২০০৫ সাল থেকে  বর্ধমানের কবিতা উৎসবের হাত ধরে  আবার ফিরে আসেন লেখালিখির জগতে।প্রায় ৫০টি পত্রিকায় নিয়মিত লেখেন। আমাদের "উপকণ্ঠ" পত্রিকার নিয়মিত  লেখিকা। বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়াতে মিনতি গোস্বামী পরিচিত মুখ। প্রায় ৪০টি সাহিত্য গ্ৰুপের সঙ্গে তিনি যুক্ত। এখন কবিতার পাশাপাশি অনুগল্প, ছোটগল্প, ছোটো উপন্যাস ও ছোটদের লেখায় তাঁর কলম সিদ্ধহস্ত।


প্রকাশিত বই ,সম্পাদনা ও সংকলন:-

দীর্ঘদিন সাহিত্য চর্চা করলেও নিজের গ্ৰন্থ প্রকাশে খুব একটা আগ্ৰহ দেখাননি। ২০১১তে প্রকাশিত কাব্যগ্রন্থ "সার্ধ -শতবর্ষে রবীন্দ্রনাথ তোমাকে কৃতাঞ্জলি" তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ২০১৯ সালে যুথিকা সাহিত্য পত্রিকা থেকে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ "অভিমানের সেতু পেরিয়ে" প্রকাশিত হয়।

২০১৫ সাল থেকে "বকুল ফুল"
নামে একটি ষান্মাসিক ক্ষুদ্র সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। তিনি নিজেই সম্পাদিকা।এছাড়া ৯ জন মহিলা কবির কবিতা নিয়ে "মাটির নামতা" নামে একটি কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। এপর্যন্ত ৩০টি যৌথকাব‍্য ও গল্প সংকলনে তার লেখা প্রকাশ হয়েছে।


পুরস্কার লাভ:-
কাব‍্যজগতে বহু পুরস্কার ও লাভ করেছেন।তার মধ্যে উল্লেখযোগ্য- কাব‍্যভারতী, কাব‍্যজ‍্যোতি, কাশীরাম দাস সম্মাননা, পারিজাত রত্ন , ইন্দ্রানুজ শিরোমণি ও ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে "আনন্দ সংবাদ" সম্মাননা। এই পুরষ্কারটি তিনি লাভ করেন দুই বাংলার প্রবাদপ্রতিম কবি নির্মলেন্দু গুণ -এর হাত থেকে।
এছাড়া অদ‍্যাবধি আর ও নানা পুরষ্কার পেয়েছেন। পেয়েছেন কবিতার জন্য রৌপ্য পদক 


বিশেষ গুন:-
মিনতি গোস্বামী সাহিত্যের একজন দক্ষ সংগঠক। রাজ‍্যস্তরের ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন সাহিত্য সংগঠনের তিনি কর্ণধার।
তাঁর কাব‍্যচর্চার বিষয় বস্তু শ্রমজীবী ও অবহেলিত মানুষ। বঞ্চনা,অসাম‍্য, প্রকৃতি ও প্রেম ও উঠে এসেছে তাঁর বিভিন্ন লেখায়।
কলমকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করাকেই সাহিত্য সাধনা মনে করেন।
অবসর জীবনে সাহিত্য ই তাঁর সাধনা,
বাকি জীবন সাহিত্যের অঙ্গনেই কাটাতে চান।






Tags:-  
মিনতি গোস্বামী
Minati Goswami
Bengali Poet
বাঙালি মহিলা কবি
ভারতীয় বাঙালি কবি 
উপকণ্ঠ কবি ও লেখক পরিচিতি


  আলোচক :- সেক আসাদ আহমেদ, 

                   সম্পাদক, উপকণ্ঠ 

বিঃদ্রঃ- সমস্ত তথ্য লেখিকার অনুমতিতে ও সরাসরি লেখিকার কাছ থেকে গৃহীত হয়েছে। 

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বদরুদ্দোজা শেখু Badaruddoza Shekhu ( a bengali Poet)

বদরুদ্দোজা শেখু  Badaruddoza Shekhu  ( a bengali Poet) 


                       কবি পরিচিতি

                    বদরুদ্দোজা শেখু 

            Badaruddoza Shekhu

বদরুদ্দোজা শেখু
 Badaruddoza Shekhu
 

           বদরুদ্দোজা শেখু মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত ঠাকুরপাড়া গ্রামে ইং ১৯৫৫ সালের ২রা ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন ।
পিতা- সাইফুদ্দীন সেখ ক্ষুদ্র চাষী , মা ফজরেতুন নেশা বিবি গৃহবধূ । অভাব অনটনের মধ্যে বড়ো হওয়া । প্রথাগত শিক্ষায় গণিতবিদ্যায় স্নাতকোত্তর । পেশায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী, সহ-অধিকর্তা, নারী শিশু ও সমাজ কল্যাণ অধিকার থেকে অবসর-প্রাপ্ত । নেশায় কবিতা লেখালিখি । বিবাহিত । শোভা গোস্বামী কে বিয়ে করেছেন । 

  কবির এ যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ --- অলৌকিক আত্মঘাত ( ১৯৯২ ) , দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন (১৯৯৫) , শব্দ ভেঙে সংলাপ (১৯৯৭ ), আরো থোড়া দূর (২০১৯ , অনলাইন) এবং পরী ও পেয়ালা ( ২০২০) ।
  যে সমস্ত পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো---- অদলবদল ,সপ্তাহ , পূর্বাভাস ,জাগরী ,দৌড় , কবিতীর্থ, শব্দনগর , ঋতুযান প্রভৃতি ।


তিনি কবিতা লেখায় কাব্যতরী (বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত ) পত্রিকা গোষ্ঠী থেকে অন্যতম সাপ্তাহিক সেরা সম্মাননা , কথা ও কাব্য সাহিত্য গোষ্ঠী থেকে একাধিক অন্যতম দৈনিক সেরা সম্মাননা এবং কুসুম সাহিত্য অঙ্গন সাহিত্য গোষ্ঠী থেকে কলম লেখনী সম্মাননা পেয়েছেন।
  এছাড়াও কবি চন্দ্রমল্লিকা ,শব্দনগর, একুশে বর্ণমালা, কল্পকথা সাহিত্য পরিক্রমা, আঁতুড়ঘর প্রভৃতি সাহিত্য গোষ্ঠী থেকেও একাধিক সম্মাননা পেয়েছেন।

বর্তমানে বিভিন্ন অনলাইন পত্রপত্রিকায়ও তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়।
  কবি অল্পস্বল্প অণুগল্প ও ছোটগল্পও লেখেন।
আমাদের উপকণ্ঠ সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখেন।





বুধবার, ২৬ আগস্ট, ২০২০

কবি ও কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের পরিচিতি (Siddhartha Singha)

কবি ও কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের পরিচিতি
Introduction of poet and novelist  Siddhartha Singha


সিদ্ধার্থ সিংহ


২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। ১৯৬৪ সালে।

ক্লাস নাইনে পড়ার সময়ই তাঁর প্রথম কবিতা ছাপা হয় 'দেশ' পত্রিকায়। প্রথম ছড়া 'শুকতারা'য়। প্রথম গদ্য 'আনন্দবাজার'-এ। প্রথম গল্প 'সানন্দা'য়। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়। মামলা হয় পাঁচ কোটি টাকার। পরে সত্যজিৎ কোটালের নাট্যরূপ এবং নির্দেশনায় প্রথম নাটক‌ মঞ্চস্থ হয় শিশিরমঞ্চে--- বাঁ হাতের বুড়ো আঙুল।

ছোটদের জন্য যেমন মৌচাক, শিশুমেলা, সন্দেশ, শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতী, চিরসবুজ লেখা, ঝালাপালা, রঙবেরং, শিশুমহল ছাড়াও বর্তমান, গণশক্তি, রবিবাসরীয় আনন্দমেলা-সহ সমস্ত দৈনিক পত্রিকার ছোটদের পাতায় লেখেন, তেমনি বড়দের জন্য লেখেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং মুক্তগদ্য।

'রতিছন্দ' নামে এক নতুন ছন্দের প্রবর্তন করেছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দুশো পঁতাল্লিশটি। তার বেশির ভাগই অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। বেস্ট সেলারেও উঠেছে সে সব। ষোলোটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন এবং লিখতেও পারেন।

এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে যৌথ ভাবে পাঁচশোর ওপর সংকলন সম্পাদনা করেছেন লীলা মজুমদার, রমাপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, শংকর, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে।
তাঁর লেখা নাটক বেতারে তো হয়ই, মঞ্চস্থও হয় নিয়মিত। তাঁর কাহিনি নিয়ে ছায়াছবিও হয়েছে বেশ কয়েকটি। গান তো লেখেনই। মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন বেশ কয়েকটি বাংলা ছবিতে। তাঁর ইংরেজি এবং বাংলা কবিতা অন্তর্ভুক্ত হয়েছে কয়েকটি সিনেমায়। বানিয়েছেন দুটি তথ্যচিত্র। লিখেছেন বেশ কয়েকটি ছায়াছবির চিত্রনাট্য। বেশ কয়েক বার চ্যাম্পিয়ন হওয়া এই মুষ্টিযোদ্ধা এক সময় নিয়মিত মডেলিংয়ের কাজও করেছেন।

তাঁর লেখা পাঠ্য হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে।
২০১৯ সালের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, মুক্তগদ্য, প্রচ্ছদকাহিনি মিলিয়ে মোট তিনশো এগারোটি লেখা প্রকাশিত হওয়ায় 'এক মাসে সর্বাধিক লেখা প্রকাশের বিশ্বরেকর্ড' তিনি অর্জন করেছেন।

ইতিমধ্যে পেয়েছেন পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, সন্তোষকুমার ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, নতুন গতি পুরস্কার, ড্রিম লাইট অ্যাওয়ার্ড, কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ স্মারক সম্মান, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা। আমাদের উপকণ্ঠ সাহিত্য পত্রিকায় নিয়মিত ভাবে লিখে চলেছেন।




সিদ্ধার্থ সিংহের কিছু মুহূর্তের ছবি 

PHOTO GALLERY 

কবি জয় গোস্বামী এবং সিদ্ধার্থ সিংহ

দিব্যেন্দু পালিত এবং সিদ্ধার্থ সিংহ

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সিদ্ধার্থ সিংহ

বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ

অভিরূপ সরকার এবং সিদ্ধার্থ সিংহ

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সিদ্ধার্থ সিংহ


শিল্পী শুভাপ্রসন্ন এবং সিদ্ধার্থ সিংহ

ভাগ মিলখা ভাগ-খ্যাত অভিনেতা ফারহান আখতার আর সিদ্ধার্থ সিংহ

মঞ্চে বক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ আর সিদ্ধার্থ সিংহ

সোনালি গুহ-সহ তৃণমূলের নেতানেত্রীদের উপস্থিতিতে তৃণমূলের জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করছেন সিদ্ধার্থ সিংহ

মীর আর সিদ্ধার্থ সিংহ

বাংলা সিনেমার প্রবাদপ্রতিম শিল্প নির্দেশক গৌতম বসু এবং সিদ্ধার্থ সিংহ

ইসকনের সি পি আর ও এবং সিদ্ধার্থ সিংহ

জাদুকর পি সি সরকার জুনিয়র সিদ্ধার্থ সিংহকে টেনে নিয়ে যাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

 পঙ্কজ সাহা এবং সিদ্ধার্থ সিংহ

সুমন সেনগুপ্ত এবং সিদ্ধার্থ সিংহ

শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ

আদ্যাপীঠ মন্দিরের প্রধান মূরাল ভাই, দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সভাপতি এবং রানী রাসমনির চোদ্দোতম বংশধর কুশল চৌধুরী, স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাসের সর্বময় কর্তা স্বামী পূর্ণাত্মানন্দ এবং সিদ্ধার্থ সিংহ


ভারতের গোল্ডেন গার্ল পি টি ঊষা এবং সিদ্ধার্থ সিংহ

রূপক সাহা এবং সিদ্ধার্থ সিংহ

পুরস্কার গ্রহণ

স্বাতী গঙ্গোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ

আমেরিকার বিখ্যাত কবি বব হলম্যান এবং সিদ্ধার্থ সিংহ

চুমকি চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ

সুমন গুণ এবং সিদ্ধার্থ সিংহ

সঙ্গীত বিশেষজ্ঞ অতনু চক্রবর্তী এবং সিদ্ধার্থ সিংহ

সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ

বাংলাদেশের জনপ্রিয় কবি অসীম সাহা এবং সিদ্ধার্থ সিংহ

বাচিকশিল্পী প্রদীপ ঘোষ এবং সিদ্ধার্থ সিংহ

কবি শঙ্খ ঘোষ, কবি সুবোধ সরকার এবং সিদ্ধার্থ সিংহ








সোমবার, ২৪ আগস্ট, ২০২০

অধ্যাপক সৌম্য ঘোষ (Pro. Soumya Ghosh)

অধ্যাপক সৌম্য ঘোষ

 Professor Soumya Ghosh          (Bengali Poem, Story and Essay Writer) 


Professor Soumya Ghosh  


সৌম্য ঘোষ । পিতা ৺বলরাম ঘোষ এবং মাতা ৺প্রতিমা ঘোষ । পিতা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন।আদি বাড়ী উত্তর ২৪ পরগণার বসিরহাট ।বিগত চল্লিশ বছর হুগলী জেলার সদর চুঁচুড়ার বাসিন্দা। বর্তমানে চুঁচুড়ায় স্থায়ীবাড়ী । বাণিজ্য বিভাগের অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি ছোটবেলা থেকে সাহিত্যের গুণমুগ্ধ পাঠক । ঠাকুরমা রান্না করতে করতে ছোট ছোট ছড়া তৈরি করতেন । সেই ধারা বিকশিত হয় পরবর্তীতে সৌম্য র লেখালেখিতে । বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে কলেজ ষ্ট্রীটে টানা পাঁচ বছর "অঙ্কুর" পত্রিকার সম্পাদক ছিলেন। বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশ হয়ে চলেছে । সৌম্য একইসঙ্গে প্রাবন্ধিক ও কবি । ঐতিহাসিক শহর চুঁচুড়ায় স্ত্রী ( জ্যোৎস্না ঘোষ) এবং একপুত্র ( সায়ক ঘোষ) সহ বসবাস করেন । তিনি মনে করেন, সাহিত্য-চর্চা ও ঈশ্বর- চর্চা সমার্থক ।
আমাদের উপকণ্ঠ পত্রিকার নিয়মিত লেখক।

আব্দুল রাহাজ (Abdul Rahaz)

আব্দুল রাহাজ

 Abdul Rahaz                                 (Bengali Poem, Short Story, Story, Novel and Essay Writer) 

Abdul Rahaz 

বর্তমান বাংলা সাহিত্যের জগতে প্রতিভাবান উঠতি উজ্জ্বল নাম আব্দুল রাহাজ। 
জন্ম:২৩/২/২০০০
পিতা: আব্দুল রাফিক 
মাতা: সুফিয়া বিবি
গ্ৰাম:শিবচন্দ্রপুর
থানা + পোস্ট : মাটিয়া
ব্লক: বসিরহাট দু'নম্বর
জেলা :উত্তর 24 পরগনা
পিন: ৭৪৩৪৩৭


শিক্ষাগত যোগ্যতা:


2017 সাল মাধ্যমিক পাস করেন এবং 2019 এর উচ্চ মাধ্যমিক পাস করেন মেটিয়া হাই স্কুল থেকে। 
বর্তমানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন এন্ড ট্রেনিং নর্থ 24 পরগনা বানিপুর হাবরা কলেজে পাঠরত। লেখালেখির ক্ষেত্রে সবদিকে সিদ্ধহস্ত, 

ছোট গল্প

উড়ন্ত দেশের উড়ন্ত পাখি,দুঃখিনী মা, মা, দুই বন্ধু ক্ষুধার্ত শিশু কাঠুরিয়া দেশ ও পাড়ার মৃৎশিল্পী পূর্ণিমা রাত আদিবাসী প্রান্তিক মানুষ এরকম একশোরও বেশি ছোটগল্প লেখালেখি করেছেন। এখনো চলছে নিরন্তর ভাবে তার সাহিত্য চর্চা। 

কবিতা

প্রকৃতি সময় পরিযায়ী শ্রমিক শরণার্থী শহীদের রক্ত এছাড়াও পঞ্চাশের বেশি কবিতা লেখালেখি করেছেন । 

প্রবন্ধ

বর্তমান সময় বর্তমান সমাজ বর্তমান পরিবেশ মানুষের বিবেক হতাশার
শারদ উৎসব২০২০ বাংলার ঐতিহ্য সংস্কৃতি এছাড়া পঞ্চাশের বেশি প্রবন্ধ লেখা হয়েছে এবং লেখালিখি চলছে।
শিশু সাহিত্য-ভূতের বাড়ি, অনুপ্রেরণামূলক গল্প-
একটি মেয়ে দরিদ্র মেধাবী ছেলে
উপন্যাস- দরিদ্র
অনলাইনে একাধিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। আমাদের উপকণ্ঠ পত্রিকার নিয়মিত লেখক।