মিনতি গোস্বামী Minati Goswami
মিনতি গোস্বামী একজন মহিলা কবি, অনুগল্পকার, ছোটোগল্পকার, উপন্যাসিকা, শিশু সাহিত্যিক ও সর্বোপরি পত্রিকা সম্পাদিকা।
উপকণ্ঠ সাহিত্য পত্রিকা এর কবি ও লেখক-লেখিকা পরিচিতির আজকের পর্বে আলোচনা করা হল " মিনতি গোস্বামী " সম্পর্কে মিনতি গোস্বামী
Minati Goswami
মিনতি গোস্বামী Minati Goswami |
জন্ম:-
মিনতি গোস্বামীর জন্ম ১৯৫৭ সালে অবিভক্ত বর্ধমান জেলায়। পিতৃভূমি বর্ধমান জেলার আউসগ্ৰাম।শিক্ষা ও কর্মজীবন:-
প্রাথমিক শিক্ষা শুরু বর্ধমান শহরেই।বর্ধমান শহরের মহারাজধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজ থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ও বি.এড ডিগ্ৰি লাভ করে ১৯৮৮সালে বর্ধমান জেলার উচালন উচ্চবিদ্যালয়ে শিক্ষিকার পদে যুক্ত হন।
সাহিত্য জীবন:-
লেখালিখি শুরু করেন ১৯৭৮ সালে কবিতার হাত ধরে।কবি যখন যৌবনে পদার্পণ করেন, তখন এক অস্থির রাজনৈতিক পরিবেশ চলছিল বাংলায়। শিক্ষাজগতে নেমে এসেছিল অন্ধকার যুগ। সেই সময়ে শুভবুদ্ধি সম্পন্ন যুবসমাজের কিছু অংশ ও বুদ্ধিজীবী মহল এগিয়ে এসেছিল অন্ধকার যুগকে সরিয়ে আলোর নিশানা খুঁজতে ।
কবিও তখন লেখনী তুলে নিয়েছিলেন সীমিত সামর্থ্যে প্রতিবাদ করতে ও আলোর সন্ধান
দিতে। পড়াশোনার পাশাপাশি তিনি এই সময়
বেশ কিছু কবিতা লেখেন।বছর পাঁচেক
বিভিন্ন পত্র- পত্রিকায় তাঁর লেখা ছাপা হয় সুনামের সঙ্গে। তারপর দীর্ঘ পঁচিশ বছর লেখালিখি ছেড়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেন।
মূলত অবহেলিত মহিলা সমাজ ও তাদের অধিকারের জন্যই আজীবন লড়াই করে গেছেন।
২০০৫ সাল থেকে বর্ধমানের কবিতা উৎসবের হাত ধরে আবার ফিরে আসেন লেখালিখির জগতে।প্রায় ৫০টি পত্রিকায় নিয়মিত লেখেন। আমাদের "উপকণ্ঠ" পত্রিকার নিয়মিত লেখিকা। বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়াতে মিনতি গোস্বামী পরিচিত মুখ। প্রায় ৪০টি সাহিত্য গ্ৰুপের সঙ্গে তিনি যুক্ত। এখন কবিতার পাশাপাশি অনুগল্প, ছোটগল্প, ছোটো উপন্যাস ও ছোটদের লেখায় তাঁর কলম সিদ্ধহস্ত।
প্রকাশিত বই ,সম্পাদনা ও সংকলন:-
দীর্ঘদিন সাহিত্য চর্চা করলেও নিজের গ্ৰন্থ প্রকাশে খুব একটা আগ্ৰহ দেখাননি। ২০১১তে প্রকাশিত কাব্যগ্রন্থ "সার্ধ -শতবর্ষে রবীন্দ্রনাথ তোমাকে কৃতাঞ্জলি" তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ২০১৯ সালে যুথিকা সাহিত্য পত্রিকা থেকে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ "অভিমানের সেতু পেরিয়ে" প্রকাশিত হয়।
২০১৫ সাল থেকে "বকুল ফুল"
নামে একটি ষান্মাসিক ক্ষুদ্র সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। তিনি নিজেই সম্পাদিকা।এছাড়া ৯ জন মহিলা কবির কবিতা নিয়ে "মাটির নামতা" নামে একটি কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। এপর্যন্ত ৩০টি যৌথকাব্য ও গল্প সংকলনে তার লেখা প্রকাশ হয়েছে।
পুরস্কার লাভ:-
কাব্যজগতে বহু পুরস্কার ও লাভ করেছেন।তার মধ্যে উল্লেখযোগ্য- কাব্যভারতী, কাব্যজ্যোতি, কাশীরাম দাস সম্মাননা, পারিজাত রত্ন , ইন্দ্রানুজ শিরোমণি ও ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে "আনন্দ সংবাদ" সম্মাননা। এই পুরষ্কারটি তিনি লাভ করেন দুই বাংলার প্রবাদপ্রতিম কবি নির্মলেন্দু গুণ -এর হাত থেকে।
এছাড়া অদ্যাবধি আর ও নানা পুরষ্কার পেয়েছেন। পেয়েছেন কবিতার জন্য রৌপ্য পদক
বিশেষ গুন:-
মিনতি গোস্বামী সাহিত্যের একজন দক্ষ সংগঠক। রাজ্যস্তরের ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন সাহিত্য সংগঠনের তিনি কর্ণধার।
তাঁর কাব্যচর্চার বিষয় বস্তু শ্রমজীবী ও অবহেলিত মানুষ। বঞ্চনা,অসাম্য, প্রকৃতি ও প্রেম ও উঠে এসেছে তাঁর বিভিন্ন লেখায়।
কলমকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করাকেই সাহিত্য সাধনা মনে করেন।
অবসর জীবনে সাহিত্য ই তাঁর সাধনা,
বাকি জীবন সাহিত্যের অঙ্গনেই কাটাতে চান।
Tags:-
মিনতি গোস্বামী
Minati Goswami
Bengali Poet
বাঙালি মহিলা কবি
ভারতীয় বাঙালি কবি
উপকণ্ঠ কবি ও লেখক পরিচিতি
আলোচক :- সেক আসাদ আহমেদ,
সম্পাদক, উপকণ্ঠ
বিঃদ্রঃ- সমস্ত তথ্য লেখিকার অনুমতিতে ও সরাসরি লেখিকার কাছ থেকে গৃহীত হয়েছে।