সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Bangla golpo Somoyer opekha by Anadi Mukherjee

 সময়ের অপেক্ষা 

           গল্প

কলমে,,,অনাদি মুখার্জি 


প্রেমের পড়ার কোনো দিনক্ষণ

ঠিক হয়না ! কে বা কাকে কখোন ভালো লেগে যাবে তা বলা যাই না ! সেই রকমই মালা আর সমুর প্রেম ,তারা একে অপরের প্রতি কথা ও চোখের ইশারায় কথা হয় কিন্তু মুখে কিছুই বলতে পারছে না ! 

মালার এক বন্ধু সুজাতা জন্ম দিনের পার্টি তে সুজাতার মামাতো দাদা সমুর সাথে পরিচয় করিয়ে দেয় সুজাতা ! বেশ  হ্যান্ডসাম ছেলে চোখে সুন্দর ফ্রেমের চশমা পরে আছে ! প্রথম দেখাতে ভালো লেগেছে মালার ! সেই দিন সুজাতা জন্ম দিনে অনেক রাত হয়ে গেসলো ,তাই সেই দিন মালা সুজাতা কে বললো এই অনেক রাত হলো ,আমি তো একা যেতে পারবো না ! সুজাতা বললো নো প্রবলেম আমার দাদা আছে তো তোকে  বাড়ি পৌঁছে দেবে এই বলে সমু কে ডেকে এনে পরিচয় করিয়ে বলে যা তুই আমার দাদার সাথে ! মালা বাড়ি কাছে এসে নেমে পড়ে আর বলে থ্যাংক ! সমু বলে আমাকে থ্যাংকস বলে লাভ নেই কারন তোমাকে আমি চিনি না ! মালা তখন বলে তবে তোমার গাড়িটা কে ধন্যবাদ বলি যে আমাকে এত রাতে বাড়ি পৌঁছে দিল ! সমু বলে তোমার বন্ধু বলে মনে করো আমাকে তা হলে চলবে বলে সমু চলে গেল ! মালা অনেকক্ষণ তাকিয়ে মুচকি হেসে বলে বনধু আমার তুমি ভালো থেকো ! ঠিক কিছু দিন পর সুজাতা ও তার বন্ধুরা  প্ল্যান করলো অনেক দিন হলো বাংলা সিনেমা দেখতে যাবে ,জীত ও প্রিয়াঙ্কা সাথী ছবি নাকি খুব ভালো ছবি তাই তারা দেখতে যাবে ,মালাও রাজি কিন্তু সিনেমা হলের সামনে দাঁড়িয়ে দেখে হাউসফুল টিকিট শেষ হয়ে গেছে কি আর করা যাবে ! সুজাতা বললো দ্বারা আমি সমু দা কে বলে কোনো  ব্যাবস্থা করতে পারি কি না ! এই বলে সমু কে ফোনে বলতে সমু সাথেই সাথেই টিকিট নিয়ে হাজির ! মালা বললো আরে বেশ তো হাউস ফুলের মধ্যেই টিকিট পেয়ে গেলে ! সমু বললো আরে ওসব হাতের ময়লা যতই হাউস ফুল থাক ! মালা হাসতে হাসতে বলে খুব বাহাদুর তো তুমি ! বলে টিকিট নিয়ে হলেই ঢুকে পড়লো ! এই ভাবে মালার সাথে সমু কত কথা আদান প্রদান হতে লাগলো ,মাঝে মাঝেই সমু মালা কে নিয়ে ফুচকা ,বিরিয়ানী খেতো আর গল্প করতো ! দুজনের মধ্যেই এমন ভাব হলো যে দুজনেই দুজনকে ছাড়া থাকতে পারতো না ! একদিন সুজাতা বললো মালাকে তুই তো ভালোই  প্রেম করছিস কিন্তু আমার দাদা কে ঘোল খাইয়ে ছেড়ে দিস না ! মালা বললো আরে সমু তো কিছু বলে না এমন ভাব করে বলেদিলে তো হয় ! সুজাতা বলে তুই বল আগে সমু তোর জন্য ই পাগল আমার কাছে তোর কত নাম করে ! মালা বলে কি বলবো শুনি ! সুজাতা বলে উঠে  কেনো আই এল ইউ বলে দিলে হয় ! সমু আবার আই এল ইউ মানে বুঝে না ! 

একদিন সুজাতা ও তার বনধু রা ঠিক করলো আজ তো ৮ ই ফেব্রুয়ারি নাকি পোপজ ডে এই উপলক্ষে মালা ও সমু কে কাছে এনে তাদের সম্পর্ক টা পরিস্কার করে দিতে চাই !

 মালা ও ভাবে আজ একটা খোলামেলা আলোচনা করে আসবো সমুর সাথে ,কিন্তু যখনই সমুর সামনে আসে তখনই সব ভুলে যায় সমুর মুখে মিষ্টি হাসি দেখে ! তারা কতবার দুই জনে একটা ফাঁকা জায়গা বসে কত গল্প হয় মাঝে মাঝেই সমুর হাত মালার শরীরের ছোঁয়া লেগে যায় তবুও সমু বলে না মালা আমি তোমাকে ভালোবাসি ! শুধু এই কথাটা শোনার জন্যে ই মালা অপেক্ষা করছে ! একদিন মালা বলেছিল আচছা সমু তোমার আমার কথা তুমি ভাবো ? সমু বললো হুম ভাবি বলে তো তোমাকে ডাকি আমি ! মালা বলেছিল কেনো ভাবো ? সমু সপাটে জবাব দিল ভালো লাগে তাই ভাবি ! সেই দিন খুব ইচছে করছিল মালার সমু কে বলে ফেলি আমি ও তোমাকে চাই তোমার বুকে আমাকে জড়িয়ে রাখো ! কিন্তু মালা নিজেকে সংযতো রেখেছে ! 

এইসব ভাবতেই ভাবতেই সুজাতা র ফোন এলো ! সুজাতা কথা মতোন মালা সেই দিন বিকেলে ওদের সাথে গঙ্গার ঘাটের কাছে দেখা করলো ! সেই খানে সমু ও আছে ,সমু কে দেখে মালা মন অস্থির হয়ে উঠলো কিছু কথা বলার জন্য ,দুই জন পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসলো ! যে সময় টা এতদিন ধরে অপেক্ষা করছিল সেই সময়টা বোধহয় আজ এসেছে বলার ,কিন্তু কখোন বলবে সেই কথা ! মালা ও সমু কাছে আসতে সুজাতা ও তার বন্ধুরা সব দূরে সরে গেল ! মালা বললো তুমি কখোন এলে কিছু কি বলবে ! সমু তখন পিছন থেকে হাতে রাখা লাল গোলাপ ফুল দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বললো এই ফুল তোমার জন্য ই , আমি তোমাকে ভালোবাসি মালা ,তুমি আমার ! মালার কানে তখন মধু বর্ষণ করছিল  ,বার বার তার কানে

আওয়াজ শুনতে পাচছে একটাই আমি তোমাকে ভালোবাসি ! যে কথাটা শোনার জন্য ই এতদিন অপেক্ষা করতে হয়েছে ,আজ শোনার পর মালার মুখখানি রক্তিম আভা হয়ে উঠেছে লজ্জায় ! তবুও সেই সমুর হাত থেকে লাল গোলাপ নিয়ে বললো আমি যে শুধু তোমার ! 

তোমার প্রপোজ আমি নিলাম ! দূর থেকে সুজাতা হাততালি দিয়ে বললো হ‍্যাপি প্রপোজ ডে ভালো থাকিস তোরা দুই জনে !

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মদন ঠাকুর গলপ কলমে,,,অনাদি মুখার্জি

মদন ঠাকুর   গলপ  কলমে,,,অনাদি মুখার্জি

 মদন ঠাকুর 
     গলপ 
কলমে,,,অনাদি মুখার্জি
 


পুরুলিয়া বাসস্ট্যান্ডে নেমে ,যে কোন লোককে শুধালে বলে দেবে মদন ঠাকুরের বাড়ির ঠিকানা ! মুনসেফ ডাঙগা হরিসভা মোড়ে যে রাস্তা টা নেমে গেছে  সেই খানে তার বাড়ি ! এই মুনসেফ ডাঙগা চত্বরের একটা ও পুরোহিত ঠাকুর পাওয়া যাবে না শুধু ঐ দুইজনকে ছাড়া ,এক সাধন ঠাকুর আর মদন ঠাকুর ! সবাই কার বাড়িতে পূজো অনুষ্ঠানে ডাক পড়ে মদন ঠাকুরের ! খুবই ভক্তি সহকারে পূছো করেন ! খুবই ধার্মিক মানুষ ,যার বাড়িতে যায় পূজো করতে কিন্তু দক্ষিণা বলতে শুধু জল বাতাসা পেলে খুবই খুশি ! আমি একদিন বললাম মদন ঠাকুর তুমি তো পূজো খুব সুন্দর করো কিন্তু দান দক্ষিণা তো কিছুই নাও না তোমার সংসার চলে কি রকম ! হাসতে হাসতে বলে ভগবান তো আমাকে দুই বেলা ঠিক খাবারের জোগাড় দেয় আর কি চায় ! 

কথাটা মদন ঠাকুর মন্দ বলেনি পরে আমি তা বুঝলাম , মদন ঠাকুর কত বড়ো মনের মানুষ যেদিন আমি দেখলাম নিজের চোখে !

বেনুপালের ছেলে কে সাপে ছোবল মেরেছে ,তাই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ,ডাক্তার সাহেব সব দেখে বললেন সাপের বিষ সেই ভয়ংকর বাঁচার আশা একদম নেই সব উপরবালার হাত ! তা শুনে তো বেনুর বউ খুবই কান্নাকাটি জুড়ে দিল ! ডাক্তার সাহেব বললো একটা ইনজেকশন লিখে দিচছি খুব দাম তবে দোকান থেকে কিনে আন এখুনি দিলে মনে হয় ঠিক হয়ে যাবে বলে ডাক্তার সাহেব লিখে দিল ! বেনুপালের অবস্থা ভালো নয় এখুনি লাগবে দামি ইনজেকশন কি করবে ভেবে পারছে না ! দোকানে গিয়ে শুধায় কত দাম ইনজেকশনের ? দোকান দার বললো একটা দাম একহাজার টাকা এত দাম শুনে চিন্তায় পড়লো ! কে একজন বললো বেনু একবার মদন ঠাকুর কে খবর দিলে হয় না ! কেন মদন কি করবে ? সেই তো পূজো নিয়ে ব্যাস্ত থাকে সেই কি আর ডাক্তার বিদ‍্যা জানবে ! সবাই যখন বলছে তখন বেনু তার ছেলেকে নিয়ে মদন ঠাকুরের বাড়িতে গেল ! সেই সরু গলি ভেতরের একচালা বাড়ি মদন ঠাকুরের সেই খানে গিয়ে হাজির বেনু ! মদন ঠাকুর সব কিছু দেখে শুনে তার ছেলে মুখে কি যেন দুই এক ফোঁটা ঔষধ খাওয়াতে বেনুর ছেলে উঠে পড়লো তা দেখে তো সবাই অবাক হয়ে উঠলো জয় মদন ঠাকুরের জয় সবাই তখন বলতে লাগলো ! বেনু তখন মদন ঠাকুরের পা ধরে  কাঁদতে কাঁদতে বললো সত্যিই ঠাকুর তুমি আমার ছেলেকে বাঁচালে বলে তার হাতে পাঁচশ টাকা দিতে গেসলো ,সেই টাকা দেখে মদন ঠাকুর বলে উঠলো আমি টাকা নিয়ে কি করবো যা এই টাকা দিয়ে তুই তাদের জন্য খাবার কিনে দিলে আমি খুশি ,যারা ফুটপাতে বসে থাকে অনাহারে দিন কাটায় ,তাদের হাতে দিলে তোর ছেলের মঙ্গল হবে ! আমি তো সব দেখে অবাক হয় যখন সবাই চলে গেলো আমি তখন মদন ঠাকুর কে বললাম তুমি তো ভালোই বিদ‍্যা জানো ,তুমি এই করে অনেক টাকা ইনকাম করতে পারো তবে কি জুড়ি বুটি খাওয়ালে যে বেনুপালের ছেলে ঠিক হয়ে গেলো ! সব শুনে বললাম সত্যিই তোমার সাধনার শক্তি আছে কিন্তু টাকা টা তো নিতে পারতে এতে তোমার সংসারে লাভ হতো ! সেই হেসে বললো সব থেকে সুখী মানুষ কে বলতো ধনী না গরিব ! ধনীর টাকা আছে কিন্তু সেই কি সুখী তার দেহের কত রোগ অসুখ হচছে ,সেই ঠান্ডা গরম অনুভূতি পাচছে কিন্তু যে গরিব সেই দেখ খোলা আকাশের নিচে বসবাস করছে সেই কিন্তু ঠান্ডা কি আর গরম কিছুই বুঝতে পারে না ,আর তার কোনো কঠিন রোগ হয় না সেই ঠিক হাসিমুখে থাকে বুঝলি কিছুই ! তাই টাকা টাকা করে কোন লাভ হয় না ,তার চেয়ে তোর মনটা রাখ বড়ো ঐ আকাশের মতোন ,,সবাই কে সমান চোখে দেখলে তবে দেখবি তোর ঠিক চলছে ! আমি বললাম সত্যিই তোমার নীড় ছোটো কিন্তু তোমার মন ঐ আকাশের মতোন বড়ো তাই তোমার যত কষ্ট আসুক না কেন সব কষ্ট যে তোমার কাছে হার মানে ! জীবনের যে যত সমস্যা য় পড়ুক না কেন , তোমার কাছে এলে তার সব সমস্যা সমাধান হবে ! সত্যিই তুমি মানুষ নয় তুমি মহামানব তাই তো তোমার মন ঐ আকাশের মতোন বড়ো !



সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

গল্প সুখের সংসারের কালো ছায়া অনাদি মুখার্জি

 গল্প
সুখের সংসারের কালো ছায়া 
অনাদি  মুখার্জি



রামপুর  গ্রামের মতি মাস্টার  কে সবাই এক কথাতে চেনে ,তিনি ঐ  গ্রামের মাস্টার খুবই সরল মিশুকে ,এই জন্য তার কাজে অনেক ছাত্র প্রাইভেট টিউসানি পড়তে আসে ! মতি বাবু তাদের কে বিনাপয়সা পড়ান ,সেই সুবাদে তাকে সবাই ভালো বাসে ! মতি বাবু সুখের সংসার তার পরিবারের তার  বউ ,ও তার একমেয়ে এক ছেলে ,মেয়ে বড়ো নাম আলো ! মতি বাবুর মেয়ে ও খুব ভালো ,সেই বুভো বুড়ি ছোট্ট সবার সাথে শুধু বক বক করে আর মোবাইলে টুক করে সেলফি তুলে ,খুব হাসিখুশি একটা মিষ্টি মেয়ে ! বাপের মতোন তার ও মন খুব ভালো ! একদিন যখন আলো  স্কুলে যাচছিল ,পথের মধ্যেই দেখলো একটা মেয়ে কাঁদছে ,আলো তার সামনে দাঁড়িয়ে জানতে চাইলো কি হয়েছে ,মেয়েটি বললো সেই আজ  স্কুলে টাকা না দিলে সেই পরীক্ষা দিতে পারবে না ,তখন আলো তার টিফিনের পয়সা  বাঁচিয়ে জমানো টাকা থেকে ঐ মেয়ে টা হাতে দিয়ে বললো যাও এইবার ! মতি মাস্টারের সংসার সুন্দর এই ভাবে চলতে লাগলো ,ও একছেলে ও এক মেয়ে কে মানুষ করতে লাগলো ! আলো  স্কুল গন্ডি পেরিয়ে কলেজের ভর্তি হলো ,যতই বড়ো হচছে আলো দেখতেও তেমন সুন্দরী হয়ে উঠছে উপচেপড়া যৌবন আর সুন্দর চোখ  ঐ  গ্রামের সব ছেলেদের একটা নজর ঐ আলো তার চেয়াহা কথা বলা ও হাসি দেখলে সবার মন জুড়ে যায় ! একদিন আলোর মা মতি বাবু কে বললো মেয়ের জন্য একটা ছেলে দেখে আর রাখা যাবে না ,বিয়ে দিয়ে দিলে ভালো হয় ! এইদিকে আলো একটা সমস্যা দেখা দিয়েছে এত দিন আলো কাউকে জানায় নি ! আলো খুব ভালো পড়াশোনা করতো এই জন‍্যই তার মাঝেমধ্যে মাথা ব‍্যাথা করতো ,আলো একটা সেরিডন খেয়ে সেই ব্যাথা কমিয়ে রাখতো ! কিন্তু যতদিন দিন বড়ো হচছে আলো তত এই  মাথাব্যথা বেড়ে চলছে ,প্রচন্ড মাথাব‍্যাথা করতো ,একদিন তো কলেজের মধ্যেই মাথা ঘুরে পড়ে গিয়ে ফিট হয়ে গেসলো ,,তাই একদিন আলো ও তার এক বনধু ডাক্তারের কাজে গিয়েছিল এর কারন জানতে ,ডাক্তার সব কিছু দেখে একটি মাথার  স্ক্যান করে অবাক হয় ডাক্তার বাবু ! আলো জানতে চাই কি হয়েছে ডাক্তার বাবু ,ডাক্তার বললো মা তোমার ব্রেন ক্যান্সার হয়েছে ,সাবধানে থাকো ! এই সব শুনে আলো খুব ভয় পায় ,জানে যার  ব্রেন ক্যান্সার হয় সেই বেশী দিন আর  বাঁচে না ! এইসব কিছু ই আলো তার পরিবারের লোকজন দের জানাই নি ! আলো ভাবছে সেই তো আর বেশী দিন নেই ,,সেই ও ঐ পরিবারের সুখ দেখে আর তার কথা বলে  দুঃখ প্রলেপ দিতে চাই না সেই ! একদিন আলো বাড়িতে খাবার খাওয়া সময় তার প্রচন্ড মাথা ব্যাথা হয় ও সাথে সাথে বুক ধড়ফড় করতে থাকে ,সাথে সাথে ডাক্তারের কাজে নিয়ে যাওয়া হলো ,ডাক্তার সব কিছু দেখে বললো অনেক দেরি করে ফেলেছেন ওর  ব্রেন ক্যান্সার হয়েছে ,অপরাশেন  না করলে হবে না !  বাড়ির লোক সবাই অবাক এই মেয়ে ব্রেন ক্যান্সার  এই কথা শোনা পর আলো মা সব সময়  কাঁন্না করছে ,আলোর মায়ের কাঁন্না দেখে তার বাবা মতি মাস্টার বলে ঐ আলো মা  এত চোখের জ্বল ফেলো না ,তোমার জ্বল দেখে আলোর মন ভেঙে যাবে ওকে সাহস দাও ,আমি আছি তো যেমন করে হোক আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে ! আলোর ভাবে সেই আর বেশী দিন নেই এই সব চিন্তা য় তার ও ঘুম নেই দিন দিন তার চেহারা ও খারাপ হয়ে গেলো ! মতি মাস্টার ও জানে এই সব রোগের খুব কম লোক বাঁচে ! তবুও সেই যেমন করে মন শক্ত করে আলো ও তার মায় কে বলে জানো আলো মা আমি কোনোদিন কাউকে খারাপ কিছু করেনি তবুও কেন ভগবান এত কষ্ট দিচছে ,বলে চোখের জ্বলে ভরে উঠে ! এই ভাবে একটা সুখের সংসারের এই ভাবে কালো ছায়া নেমে আসবে কে জানতো ! ডাক্তার বাবু একটা আশা দিয়েছে অপারেশন করলে ও ভালো হয় অনেক সময় ,তাই মতি বাবু অনেক ধার দেনা করে আলো কে হাসপাতালে ভর্তি করে অপারেশন করতে বললো ডাক্তার কে ! আলোর মায়েও মন খুব খারাপ চারদিন ধরে কোনো রান্না হয়েনি বাড়ির সবাই কেউ আর খেতে পারছে না এই আলো অবস্থা দেখে ,আলো সব সময় একই কথা বলছে মা আমার জন্য শুধু শুধু তুমি আর বাবা কষ্ট পাচছো আর তো আমি বেশি দিন নেই ,এই কথা শুনে মতি বাবু বলে মা আমি থাকতে তোকে হারতে দেবো ,আমার মেয়ে তুই জিতে আসবি ! শেষমেশ ডাক্তার অপারেশন করলো খুবই ভালো হয়েছে ,ডাক্তার কে দেখে আলোর ভাই ,বাবা ও মা উৎকণ্ঠা ভাবে শুধালো আমার মেয়ে কেমন আছে ! ডাক্তার হাসতে হাসতে বললো আপনার মেয়ের মনের জ্বর আছে সেই জন্য তার অপারেশন ভালো হয়েছে ! তিনদিন পর আপনার মেয়েকে বাড়ি নিয়ে যাবেন ! সেই কথা শুনে আলোর মা তার  স্বামি বুকে মাথা রেখে অঝোর কাঁন্নায় ভাসিয়ে বললো ওগো আমাদের  সংসার যে কুয়াশা ছিলো তা কেটে গেলো ! সুখের সংসারের যে শোকের ছায়া নেমে ছিল তা এখন আর নেই সেই শোক আকাশে মিলিয়ে গেলো !

শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

গল্প শুরু থেকে শেষ অনাদি মুখার্জী

 গল্প

        শুরু থেকে শেষ 

        অনাদি মুখার্জি 


আজ আকশটা আছে মেঘলা,তার সাথে শিরশিরানি হাওয়া বয়ছে ! মনে হয় হালকা বৃষ্টি হবে ,বাগানের টবে ফুলের পাপড়ি গুলো ঝড়ের হাওয়া মাটিতে লুটিয়ে আছে ! ব‍্যালকনিতে  দাঁড়িয়ে এই সব দেখছে শুভ ! সেই কাজের ছুটি পেয়ে বাড়ি এসেছে অনেক দিন পর ভালো ই লাগছে ! হঠাৎ বাদরুমে দরজা খুলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে রিয়াকে তার বিয়ে করা বউ কে ! রিয়া সবে মাত্র স্নান করে বেরিয়েছে ,লাল গামজাটা ভিজে চুলের সাথে খোঁপায় জড়িয়ে আছে ! আটপৌরে শাড়ি ,অনাবৃত পিঠে জমে থাকা জল চিকচিক করছে যেনো মনে হয়  পদ্য পাতায় জমে থাকা শিশির বিন্দু মতোন ! কিছুক্ষণ পর শুভ গেলো দেখতে রিয়া কি করছে ? রিয়া এখন চোখ বন্ধ করে ঠাকুর কে ধূপ দেখাছে ,শুভ তার পাশে গিয়ে তাকে  স্পর্শ করতে রিয়া বলে উঠলো কি হচছে এইসব ভালো লাগে না ! পূজো শেষ হয়ে গেলে রিয়া বলে যাও আগে স্নান টা করে এসো ! তখন হঠাৎ শুভ রিয়াকে জড়িয়ে ধরে বলে কতদিন পর এলাম একটু আদর করি ! রিয়া তখন শুভ কে বলে ছাড়ো রান্না করতে হবে ,শুভ বলে উঠে আজ রান্না করতে হবে না ,বাইরের রেস্টুরেন্টে খেয়ে নেব ! রিয়া বলে না তোমাকে তো বাইরে থাকতে হয় আর খাবার ও বাইরে খাও আজ এতদিন পর এলে ছেলে র সাথে একসাথে বাড়িতে খাও ! বলে রিয়া চলে গেলো ! রান্না ঘরে যাবার আগে শুভকে বলে গেলো যাও আমাদের ছেলে আকাশকে টিউশনি থেকে নিয়ে এসো ওর ছুটির সময় হয়েছে ! রান্না ঘরে এসে ভাবতে লাগলো শুভ তাকে ভালোবাসে তার শুধু শরীর কে ,তার মন বোঝার চেষ্টা করেনি ! বাড়িতে এসে শুধু নিজের কথা বলে যায় ,রিয়া ভাবে তার জীবন কি শুধু রান্না আর সংসার সামলানো এর বাইরে কোন জগত নেই যেখানে একটু ভালো বাসার শান্তি আসবে ! এই শুভর সাথে তার 10 বছরের বিবাহিত জীবন ,তাদের একমাত্র ছেলে আকাশের বয়স আজ ৭ তবুও রিয়া আজোও শুভকে তার বর হিসাবে মেনে নিতে পারছে না ! তার মনে পড়ছে তার কলেজ জীবনের ছাত্র অলোক কে ,সেই তো অলোক কে খুব ভালো বাসতো তারা একসাথে কত গান করেছে কলেজের ! সবাই তাদেরকে মানিক জোড় বলতো ! রিয়া ভাবে একমাত্র অলোক জানে তার মনের কথা ,তার কিছু হলে অলোক অস্থির হয়ে উঠতো ! এইসব ভাবতে ভাবতেই আকাশ এসে হাজির ! আকাশ এসে বললো মা এইদেখো তোমার জন্য ই আইসক্রিম নিয়ে আনলাম বলে তার মায়ের মুখে খাইয়ে দিতে লাগলো ! রিয়া বললো আকাশ তোর জন্য খাবার রেডি করলাম খেয়ে নে আগে ! আকাশ বললো তুমি খাইয়ে না দিলে খাবো না ,তাই বলে রিয়া আকাশ কে খাইয়ে দিতে লাগলো আর ভাবছে ঠিক যেনো অলকের মতোন স্বভাব পেয়েছে আকাশ ! অলোক ও এমনি করতো তাকে খাইয়ে না দিলে সেও কিছুইতে খেতো না ! 

রাতের বেলায় শুতে এসে দেখে শুভ ব‍্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে ,কিছু না বলে রিয়া তার বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকলো ,কিছুক্ষণ পর এসে শুভ তার পাশে তাকে জড়িয়ে ধরতে গেলো রিয়া তাকে ছাড়িয়ে বললো আর এই সব ভালো লাগে না ! কিন্তু শুভ শুনলো না সেই তাকে বলপূর্বক করে তার সুখ নিতে লাগলো ! সবকিছু হয়ে যাবার পর রিয়া কান্না এসে গেলো চোখে শুভর জন্য ! এই এক শুভর দোষ রিয়ার মন নেই তবু তাকে জোর করে কিছু করাটা একদম ভালো লাগে না ! সেই ভাবে অলোক হলো একমাত্র তার মনের মানুষ সেই ছাড়া আর কেউ তাকে সুখ দিতে পারে না !

পরের দিন সকালে শুভ দেখে রিয়া আপন মনে তার মোবাইলে কি যেন ছবি দেখছে ,শুভ এসে বললো তোমার মোবাইলে সব ছবি আমি ডিলিট করে দিয়েছি ,সরি রিয়া তোমাকে তা জানানো হয়নি আমার ! রিয়া জানে শুভ কে এই শুভ এমন একটা মানুষ তার পচছন্দের জিনিস তাকে রাখতে হবে ,রিয়া পচছন্দের জিনিস থাকবে না ,বিরাট একগুঁয়ে ছেলে শুভ ,এই টা রিয়া একদম মেনে নিতে পারেনি ,এইসবের জন্য রিয়া এখনো শুভ কে মন থেকে ভালো বাসতে পারেনি ! রিয়ার ও তো ব্যাক্তিগত ছবি রাখতে পারে কিন্তু না তা চলবে না ! 

কিছু দিন যাবার পর শুভ রিয়াকে বললো আকাশ কে তার ঠাকুমার বাড়িতে রেখে চলো আমরা একটু ঘুরতে যাওয়া যাক !  বলে শুভ রিয়া কে নিয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখাতে নিয়ে গেলো ! সেই খানে গিয়ে হঠাৎ অলোকের সাথে দেখা রিয়া ! রিয়া অলোক কে দেখে বললো তুই এইখানে ! অলোক বললো শুভ আমাকে ফোন ক‍রে ডেকেছে কিসের আলোচনার জন্য ! অলোক বললো তুই এখন কেমন আছিস বল ! রিয়া বলে উঠলো না মরে  বেঁচে আছি ,কতদিন পর তোর সাথে দেখা চল ঐ পাহাড়ের ঘুরে আসি দুটো সেলফি তুলি তোর সাথে বলে রিয়া অলোকের হাত ধরে টেনে নিয়ে গেলো ! অনেক গলপ হলো ,হাসাহাসি হলো মন খুলে কথা হলো দুইজনের ! রাতে যখন হোটেলে এলো তখন শুভ বললো আয় বস অলোক অনেক দিন আমরা তিনজনে বসে খায় ,অলোক বলে উঠলো আচছা শুভ তুই আমাকে ডাকলি কেনো বলতো কিসের আলোচনা বল ! শুভ বললো বলবো আগে বল তোর কেমন লাগলো এইখানে এসে ! আসলে জানিস তো কেউ ভাবছে আমি কাউকে জোর করে বিয়ে করেছি হয়তো তার মনের কথা আমি বুঝতে পারছি না তাই তো সেই রোজ রাতে তার চোখের জল ফেলে ভাবে তার জীবনটা আমি নষ্ট করলাম ! তখন রিয়া বলে উঠলো কি বলতে চাইছো তুমি এই সব কথা এখন কেনো ! অলোক ও বলে উঠলো আমি তো কিছুই বুঝতে পারছি না ! তুই তো ভালো আছিস রিয়া কে সুখে রেখেছিস ! আর হুম রিয়া আমাকে শুভ সব বলেছে দেখ আমি তোকে বন্ধু মতোন ভালোবাসি ,আমার ভালোবাসাটা তুই তোর চোখে আমাকে তোর  প্রেমিক ভাবিস না ,হুম তোর দুবলতা আছে আমার উপর কিন্তু ঐ সব ভুলে যা ! কিছু কিছু জিনিস পরিবর্তন না হলে ভালো লাগে ,তুই আর আমি একই ভাবে বন্ধু হয়ে থাকবো সারাজীবন তুই শুভকে না হয় তোর  স্বামী  হয়ে থাকতে দে ! আমি বলেছিলাম শুভ কে তোকে বিয়ে করতে ! শুভ চায়নি তোকে তা কারন আমি তোকে মায়ের স্বাদ দিতে পারতাম না ! আমার কথা রাখতে গিয়ে শুভ তোকে বিয়ে করেছে সেই তোকে খুব ভালোবাসে ,হয়তো তুই জানিস না আমার সাথে শুভ রোজ কথা হয় আর আমি বলেছি তোর মোবাইল থেকে আমার ফোটো গুলো ডিলিট করতে তার কারন কি জানিস ? আমি চায় শুধু তোর মনের বন্ধু হতে ,এই সব শুনে রিয়া একবার শুভর দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে মানুষ টা কে একবার ও বলেনি তার মনে কথা ,সেই কি করে জানলো এইসব ! তার অলোক কে ভালো লাগে তাকে মনে ভাবে তার জন্য তার মন ছটফট করে ,তবে কি আজ সকালে আলোকে র সাথে পাহাড়ের গেসলো অনেক গলপ হলো এই সব শুভ জন্য ই তাকে খুশি র করার জন্য ই এইসব ! 

রিয়া এখন একা এইসব ভাবছে ,শুভ অলোক কে ছাড়তে গেছে ,কিছুক্ষণ পরে এলো শুভ তখন রিয়া নিজের থেকে শুভকে ধরে তার বুকে মাথা রাখলো ! কারুর মুখে কথা নেই কিন্তু মনের মধ্যেই অসংখ্য অনুভূতি কথা বলে গেলো ফিসফিসিয়ে ,শুধু শুভর চোখ থেকে কয়েক ফোঁটা জল এসে পড়লো রিয়ার গালের উপর ! ঠিক যেনো পদ্মপাতায় শিশিরের ফোটা পড়ে তা কেমন যেনো চকচক করে জ্বলে ওঠে সেই রকম রিয়ার গালে ঐ জলের স্পর্শ পেয়ে আগুনে র মতোন জ্বলে উঠল আর বলে উঠলো রিয়া যেখানে শেষ করে ছিলাম আজ তা শুরু করি বলে শুভ কে জড়িয়ে ধরে বললো আমাকে ভিজিয়ে দাও তোমার ঐ সুখ দিয়ে ! আবার আমরা  শুরু করি নতুন পথ চলার জীবনের ছন্দ !