সোমবার, ২৪ আগস্ট, ২০২০

অধ্যাপক সৌম্য ঘোষ (Pro. Soumya Ghosh)

অধ্যাপক সৌম্য ঘোষ

 Professor Soumya Ghosh          (Bengali Poem, Story and Essay Writer) 


Professor Soumya Ghosh  


সৌম্য ঘোষ । পিতা ৺বলরাম ঘোষ এবং মাতা ৺প্রতিমা ঘোষ । পিতা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন।আদি বাড়ী উত্তর ২৪ পরগণার বসিরহাট ।বিগত চল্লিশ বছর হুগলী জেলার সদর চুঁচুড়ার বাসিন্দা। বর্তমানে চুঁচুড়ায় স্থায়ীবাড়ী । বাণিজ্য বিভাগের অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি ছোটবেলা থেকে সাহিত্যের গুণমুগ্ধ পাঠক । ঠাকুরমা রান্না করতে করতে ছোট ছোট ছড়া তৈরি করতেন । সেই ধারা বিকশিত হয় পরবর্তীতে সৌম্য র লেখালেখিতে । বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে কলেজ ষ্ট্রীটে টানা পাঁচ বছর "অঙ্কুর" পত্রিকার সম্পাদক ছিলেন। বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশ হয়ে চলেছে । সৌম্য একইসঙ্গে প্রাবন্ধিক ও কবি । ঐতিহাসিক শহর চুঁচুড়ায় স্ত্রী ( জ্যোৎস্না ঘোষ) এবং একপুত্র ( সায়ক ঘোষ) সহ বসবাস করেন । তিনি মনে করেন, সাহিত্য-চর্চা ও ঈশ্বর- চর্চা সমার্থক ।
আমাদের উপকণ্ঠ পত্রিকার নিয়মিত লেখক।

0 comments: