রবিবার, ৪ জুলাই, ২০২১

উপকণ্ঠ সাপ্তাহিক পত্রিকা।। Upokontha Weekly Megazine ।। 247 th Issue

 উপকণ্ঠ সাপ্তাহিক বিভাগ-247 তম সংখ্যা

উপকণ্ঠ সাহিত্য পত্রিকা"
                 (ওয়েব ম্যাগাজিন)    


প্রকাশ কাল:- 04/07/2021, রবিবার
               সময় :- সকাল 05:45মি:


সভাপতি:- অরুণ কুমার ঘড়াই
সহঃ সভাপতি:- সেক আব্দুল মজিদ

সম্পাদক এবং
প্রকাশক:- সেক আসাদ আহমেদ

যুগ্ম সহঃ সম্পাদক :-
                  ১) ইমরান খাঁন
                  ২) শেখ মণিরুল ইসলাম


সম্পাদকীয় দপ্তর ::-
গ্রাম:- গাংপুরা ডাকঘর:- সাগরেশ্বর
থানা:- রামনগর জেলা:- পূর্ব মেদিনীপুর
সূচক-৭২১৪৪৬ পশ্চিমবঙ্গ ভারত
মুঠোফোন:- 9593043577

✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒

✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒


স্বর্গ খুব দূরে নয়
জয়িতা চট্টোপাধ্যায়

উচ্চ আকাঙ্খার কাঁটা ফোটে তোমার পায়ে
স্বপ্ন বিবর্জিত হাহাকারময় বিজন সৈকতে
আজ দাঁড়িয়ে আমরা উদাসীনতার মখমল জড়িয়ে গায়ে
স্মৃতিময় প্রাচীন দূর্গের মতো বাড়ি ভেসে ওঠে
পোশাক তুমি ছিন্ন হবে
সবকিছু ছাপিয়ে তোমার মুখ উদ্ভাসিত দৃষ্টিপাতে
শান্তি তোমার তৃষ্ণা পাবে
তোমাকে দেখবো তন্বী গাছে
ফুলের আভায় গাছের নীচে থাকা হলুদ বই আমি
থমকে দাঁড়ানো গলিপথ আমার গাছের নীচে
মজা দীঘির কোন থেকে চাবির দুঃখকে দাও বিদায়
আমার প্রতিটা কবিতা বুক চিরে বলে হ্যাঁ তুমিই আছো
প্রণাম করি অরণ্যের সিংহাসন
পাঁজরের মরুভূমি
চোখের সৈকত
দিগন্তের চেয়েও আরও একটু দূরে যাব
আমার কবিতায় বলি তুমিহীনতার মাঝে প্রতিদিন তুমিময় হয়
মুখে রাখ মুখ
চোখে রাখ চোখ
শরীরে শরীর
দেখি দুচোখ ভরে বহুবর্ণ বাক্যের ওপারে
নবীন পাতার মতো তোমার শুদ্ধ রূপ
হৃদয়ের পরগনা জুড়ে উদ্ভাসিত হয়।।




সম্পর্ক
     ওহিদ রেহমান

বিন্দু বিন্দু উপেক্ষা
জন্ম দেয় একসাগর অভিমান।
সম্পর্করা ভিজে যায় নোনা জলে।

জীবন সৈকতে সম্পর্করা হুটোপুটি করে
যাপিত জীবন হিসেব কষে চলে।
আছড়ে পড়া ঢেউয়ে শুধু আক্রোশ নয়
ভালোবাসার ফসফরাস ও জ্বলে।

আদতে উদাসীন মুখের আড়ালে
সম্পর্করা আঁকিবুঁকি কাটে।
হয়তো, এলোমেলো চুলে বিলি-
কাটতে কাটতে বলা হয়নি
একটা নতুন সম্পর্ক দাঁড়িয়ে আছে বাঁকে।

কিছু খাম বন্দি সম্পর্ক
অপেক্ষায় থাকে একটা ঠিকানার।
মাছের কাঁটা খুলতে খুলতে কিংবা
মশারী গুঁজতে গুঁজতে মনে পড়ে
কতদিন দেখা হয়নি।

সময়ে অসময়ে সম্পর্করা খোঁচা দেয়
কখনো ভালোবাসার কখনো অবহেলার।
দিনের শেষে সম্পর্করা জ্বলতে থাকে
কখনো ফেসবুক কখনো স্মৃতির কড়িকাঠে।

ওহিদ রেহমান
ধুলিয়ান, মুর্শিদাবাদ



3👇👇👇


অন্তঃস্থল

                  ( পঙ্কজ)


   আমি ভুল করেছি তোর কাছে;

কোনো অধিকার আবদার নয়

°°°°° তবে তুই ক্ষমা কর আমায়

       আমি যা পাবার যোগ্য নই

হয়তো তাই চেয়েছিলাম।

   আমার অপরাধ  ক্ষমার  অযোগ্য

বারেক ফিরিয়ে'যোগ্যতা' দিলি তারে তুই-ই

একি মহানুভব! জানিলোনা কেহ যে

                                  চাতুরী করিনু মুই।

      তবুও আজি দোষানুভবে

অভিশপ্তিত হতে ইচ্ছে হয়,অতি সহজে

 যেন চলে যেতে চায়  অনন্তের আশায়!


     ভুলে যেতে পারি আমি,ভুলিসনা তুই!

              আর্তি জুড়ায়ে নিবেদয়  ••••

কলেবরের মন্ত্রণাকে ভুলবুঝিস 'অন্তঃস্থলকে' নয়!

তোর বিশ্বাসেরশূন্যতা প্রতি পলে ভাবায়

ক্ষমা কর ক্ষমা কর তুই আমায়!








4 ) 
           ||  প্রার্থনা  ||
      """""""""""""""""""""""""""""
            সৌম্য ঘোষ
       """""""""""""""""""""""""""""

কতটুকু উন্মুক্ত হলে শরীরে শীতলতা আসে ,
আর কতটা আড়াল সরালে হৃদয়ে
মন্দিরের ঘন্টা বাজে -------  তুমি কি জানো ?

প্রকৃতি জানে,
জানে বলেই সবুজ পাতায় বৃষ্টিস্নান,

পাখিরা জানে,
জানে বলেই ফুলের জলসায় সুরের কলতান ।

আকাশ জানে,
জানে বলেই তার প্রার্থনা নীল শরীরে !

তাই দেখে দেখে শিখেছিলো  পুরুষ
এনেছিল বটবৃক্ষের বীজ  ------  একদিন ।

শরীর জানে, কতটা অবগুন্ঠন সরালে
উলুধ্বনিতে  সন্ধ্যা  নামে  ।।

_______________________________
    সৌম্য ঘোষ। চুঁচুড়া।



1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর হয়েছে। এগিয়ে চলো। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

    উত্তরমুছুন