সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

উপকণ্ঠ প্রাত্যহিক ওয়েব ম্যাগাজিন- 14/12/2020

 উপকণ্ঠ প্রাত্যহিক ওয়েব ম্যাগাজিন- 14/12/2020


উপকণ্ঠ প্রাত্যহিক ওয়েব ম্যাগাজিন- 14/12/2020

**********************************

"উপকণ্ঠ সাহিত্য পত্রিকা"
                 (ওয়েব ম্যাগাজিন)     

প্রকাশ কাল:- 14/12/2020, সোমবার
               সময় :- রাত 08 টা. 30 মি:


সভাপতি:- অরুণ কুমার ঘড়াই
সহঃ সভাপতি:- সেক আব্দুল মজিদ

সম্পাদক এবং
প্রকাশক:- সেক আসাদ আহমেদ

যুগ্ম সহঃ সম্পাদক :-
                  ১) ইমরান খাঁন
                  ২) শেখ মণিরুল ইসলাম


সম্পাদকীয় দপ্তর ::-
গ্রাম:- গাংপুরা ডাকঘর:- সাগরেশ্বর
থানা:- রামনগর জেলা:- পূর্ব মেদিনীপুর
সূচক-৭২১৪৪৬ পশ্চিমবঙ্গ ভারত
মুঠোফোন:- 9593043577

✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒

✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒✒


ছড়ায় ছড়া
ডাঃ তারক মজুমদার

নীলাকাশের মেঘের ভেলায়
ভাসছে দেখো চাঁদ
নক্ষত্র খসে পলে পলে
বর্দ্ধিত আজ বিবাদ  ।

গোমরা মুখো সূর্য এখন
অস্হাচলে বেশ
লাগামছাড়া  বাক্যালাপে
কলুষিত  স্বদেশ ।





বনভোজন
      শান্তি দাস

শীতের পরশ লাগতে গায়ে বনভোজনের  আয়োজন,
কি আনন্দ সবাই মিলে যাবো আমরা বনভোজন।
কয়দিন ধরে আলোচনা কোথায় যাওয়া যায়!
একেক জনের একেক মত অবশেষে ঠিক হয়।

একসাথে যাবে রান্না বান্না হবে কত মজা হবে,
যে যার কাজ বুঝে নিয়ে আনন্দ করবে।
মুক্ত প্রকৃতির মাঝে নাচ গান গল্প আর খেলা,
যেন প্রকৃতির মাঝে সবার এই মিলনমেলা।

নেই কোন নিয়ম নেই কোন বাধা এই বনভোজন,
সবার আনন্দের জোয়ার খোলা মাঠে করবে ভোজন।
বছর ঘুরে আসবে আবার এমন বনভোজনের দিন,
সবার মনে,কবে করবো এমন আনন্দ থাকবো বাধাহীন।




   একমুঠো  রোদ  ধরতে
          পিনাকী মুখার্জী
   

             শান্ত  ঝিলে  ছুটির  ঢিলে
               ঢেউ  তোলারই  ক্ষণে  !!
          হিমেল  হাওয়ার  ধরব  পিছু  ,
                সেই   উষ্ণ  আমন্ত্রণে !!
     
            দিন  যাপন  তুষের  আগুন ,
                  তপ্ত  বেগুন পোড়া  !!
             ছটফট  করে  ইচ্ছে  পাখি
                  স্বপ্ন  শুধু  ওড়া  !!

            চার  দেয়ালের গন্ডি  ভেঙে
                খেলব   ভাঙা-গড়া  !!
             ছিন্ন  মালার  স্বপ্ন  গুলো
               শীতের  সুতোয় জোড়া  !!
         
               স্বপ্ন  রঙিন  শীতের  ডাকে
                   পাহাড়  নদী  বনে  !!
             খোলা  আকাশ  খোলা বাতাস
                    সবুজ  মনের  টানে  !!






শীতের আকাশ
শ্রীকান্ত মালাকার

রাতের ঘন কুয়াশা,ঘিরে ধরেছে আকাশ।
গা কাপানো শিরশিরানি আনছে বয়ে বাতাস।
মন মন্দিরে ভেসে উঠছে,একি তোর ছবি।
সত্যিই কি তুই এবার আমার হবি!

গভীর রাতে লেপের গরমে আসছে না তবু ঘুম;
ক্রমশ কমে যাচ্ছে পাহাড়বাসীদের ঝুম।
জীবনে কি প্রথম এবার লাগলো প্রেমের হাওয়া!
প্রেমদেবতা কি মেনে নিবে আমার এই চাওয়া।।





'ভালো থাকুক ভালোবাসা'✅
    ✍️ আমিরুল ইসলাম
******************************
তোমার অন্তরে বহুবার ছেঁকে দেখেছি,
রক্ত কণিকায়, শিরা উপশিরায়,
ধমনীতে রক্তের প্রতিযোগিতায়,
কোথাও ..., কোথাও মেলেনি ভালোবাসার কিঞ্চিৎ চিহ্ন।

তোমার হৃদয় জুড়ে ভালোবাসা নামে সহস্র মরীচিকা
বহুবার ছুটেছি অজ্ঞাতের মত তৃষ্ণায়,
সেখানে প্রেম নেই, সমস্তটা পরিপূর্ণ অবহেলায়,
প্রেমিক নামক জোকারটা ওখানে নৃত্য করে-
তার জন্য শুধু মায়া জাগে, ভালোবাসাটা ভিন্ন।

তোমার চোখে বহুবার চোখ রেখে দেখেছি,
ওচোখে ভালোবাসা এখন আর পেখম মেলে সাজে না,
অভিনয়ী প্রেম বৃষ্টিতে অন্তর আজ আর ভেজে না,
ওচোখে আর নেই সেই নুইয়ে পরা ভালোবাসার ঝর্না।

আমি বিহনে তোমার চোখে থাকেনা আর বিভীষিকা
ওচোখে আজ ভাসমান অন্যের স্বপ্নবাহি খেয়া,
অমর হোক চক্ষু তোমার, অক্ষত থাক হিয়া,
ভালো থাকুক ভালোবাসা এটাই শেষ প্রার্থনা।
               






                     অনুক্ত
                 সৌম্য ঘোষ
              

কিছু না বলা কথা থেকে যায় সমস্ত জীবন

তাই একদিন
দিনান্তে নদীবেলায়
বিমর্ষ মানুষ দাঁড়িয়ে থাকে একা--
নৈঃশব্দের ভেতর নির্জনতা
ভালো লাগে তার

যেটুকু হলোনা বলা ------ হবেও না কোনদিন......





I can not
Anjali Denandee, Mom

I can not judge me,
Never!
When, i try to look at my heart,
Then, i can not see!
No, never.
Why?
Because, here is deep darkness;
But,
When, i try to watch your heart,
Then, i can see everything......
Just like
The open, clear, dear sky......
Which is ever endless.....
Yes..... yes...... yes........
And also
See see and see......
In your heart,
Here is my ever place........
I like!
I love!
I adore!
Your every heart beat, too!
And also
You!
You are my ever unknown, ......
Ever new.....
Yes,
You are my own.





               কবিতার জন‍্যে
              হামিদুল ইসলাম
                

শুধু কবিতার জন‍্যে
আমার এই বাঁচা
মৃত‍্যু
কেবল কবিতার জন‍্যে  ।।

কবিতার জন‍্যে আমি একা
একঘরে
কবিতা তুমি প্রতিদিন নারী হয়ে এসো
আমার ভূবনে  ।।

তোমাকে পেতে চাই
আমার হৃদয়ে
অযুত মায়া তোমার জন‍্যে পুষে রাখি
জীবনের যাত্রাপথে  ।।

কবিতা যখন তুমি এসে দাঁড়াও আমার পাশে
চঞ্চল হয়ে ওঠে আমার মন
তোমাকে নিয়ে কবিতা লিখি
ইতিহাসের পাতায়  ।।

তোমার জন‍্যে আমি কবি
ফুল তুলে আনি
তোমাকে পরাবো বলে
সে ফুলে ভালোবাসা ।।

তোমার জন‍্যে আমার কবিতা
কবিতার জন‍্যে তুমি ।।






জাগাও মানবতা
বিপ্লব গোস্বামী

এসেছে পৌষ মাস
হাড় কাঁপানো শীত,
জাগাও মনে মানবতা
ভাবো শীতার্তের হিত।

ওরা সব দীন-দুঃখী
সহায়,সম্বল-হীন,
অন্ধ,পঙ্গু,বিকলাঙ্গ
সর্বহারা-দীন।

ওরা সব গৃহহারা
ফুটপাতই সম্বল,
ওদের গায়ে ছেঁরা বস্ত্র
নেই বিলাসিতা কম্বল।

আমরা যারা বিত্তশালী
টাকার নাই শেষ,
নিত‍্য কিনে নতুন কাপড়
ঘুরি দেশ বিদেশ।

আজ না হয় ওদের তরে
একটু ত‍্যাগ করি ভাই,
নতুন কিংবা পুরোনো বস্ত্রে
ওদের পাশে দাঁড়াই।

1 টি মন্তব্য: