সান্টা দাদু
গল্প
কলমে ,, অনাদি মুখার্জি
আজ বাদে কাল বড়দিন ! কাল খুব সকাল সকাল সান্টা দাদু আসবে অনেক কিছু উপহার নিয়ে সব বাচ্চা শিশুদের জন্য ! তাই আজ আট বছরের মেয়ে ঝিলিকের মনে একটু আনন্দ হচছে ! মনের মধ্যেই অনেক আশা নিয়ে ভাবছে সেই কাল সান্টাদাদুর কাছে কি চাইবে ! সেই ছোটোবেলায় শুনেছে নাকি সান্টাদাদুর কাছে ঐ দিন যা চাই তা সব কিছু পূরণ করে ! তার মনে পড়লো সেই যখন পাঁচ বছরের শিশু তখন এই বড়দিনের আগের রাতে তার বাবা সান্টাদাদুর নিয়ে গল্প শোনাতো ! সেই সান্টাদাদু কে দেখেনি কিন্তু সেই লাল পশমে কোট পরা ,মাথায় লাল টুপি আর লাল রঙের জুতো পরে ! কাঁধের একটা ঝোলা ব্যাগ তাতে অনেক উপহার থাকে ! সেই সব গল্প শুনতে ঝিলিক ঘুমিয়ে পড়তো ,পরের দিন সকালে উঠে তার পাশে থাকতো ক্যাডবেরি আর একটা লাল রঙের টেডি ! সেই সব দেখে ঝিলিক খুশি হয়ে বলতো বাবা এই সব কে দিল ? তার বাবা তখন তাকে বলতো এইসব সেই বরফের দেশ থেকে তোর সান্টা দাদু এসে দিয়েগেলো ,তা শুনে ঝিলিক তার বাবা কে জড়িয়ে ধরে বলতো সান্টাদাদু কি ভালো ! তার ছোটোবেলাতে সান্টা দাদু কে তার বাবা কাছে গল্প শুনে ! কিন্তু এখন সব কিছুই হারিয়ে গেছে ,একসময়ের কত আপন ছিল, এখন তারা অনেক দূরে ঐ নীল আকাশে তারা হয়ে আছে ! ঝিলিকের মনে আজ একটা বিষাদের ঠান্ডা স্রোত বয়ে যাচছে যেন ! কেন তারা নিল আকাশে তারার মাঝে লুকিয়ে আছে ? আমি কি আর তোমাদের ফিরে পাবো না ? তিন বছর আগে একটা গাড়ি একসিডেন্ট হয়ে ঝিলিকের বাবা ও মা যায় ! তখন ঝিলিকের পাশে কেউ ছিল না ,পাড়ার এক শান্তি মাসি তখন তাকে অনাথ আশ্রমে রেখে আসে ,সেই তখন থেকে সেই ঝিলিক অনাথ আশ্রমেই আছে ! এই সব ভেবে ঝিলিকের চোখের জল নেমে গেলো গাল বেয়ে ! সেই কাল সান্টা দাদুকে চিঠি লিখে জানাবে বলে সেই চিঠি লিখতে লাগলো সান্টা দাদুকে !
পর্ব 2
দেখতে দেখতে ঝুপ করে শীতের সন্ধ্যা নেমে এল শহরের বুকে ! কাল বড়দিন তাই শহর সেজে উঠেছে আনন্দে ! রমানাথ বাবু বিরাট কাপড়ের ব্যাবসা তার ,অনেক টাকা আছে কিন্তু টাকা থাকলে কি হবে ,তার মনে সুখ নেই ! তার একমাত্র মেয়ের জন্ম দিন এই বড়দিনে ! আজ তার মেয়ে নেই এক অজানা রোগের তার মেয়ে মারা যায় ! তাই তার মেয়ের জন্ম দিনের উপলক্ষে সেই সান্টা সেজে ঐ অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে যান এবং অনেক উপহার দিয়ে আসে ! প্রতিবছরের মতোন সেই এই দিনটি এই ভাবে বাচ্চাদের সাথে সময় দেন ! পরের দিন রমানাথ বাবু একটা লাল ফোলা ফোলা পশমে লাল কোট পরে মাথায় লাল টুপি ও সাদা দাড়ি লাগিয়ে হাজির হয় অনাথ আশ্রমে ! তখন আশ্রমের সব বাচ্চারা রমানাথ বাবু কে তাদের সান্টা দাদু ভেবে ঘিরে ধরে বলছে সান্টা দাদু আমাকে দাও তুমি কি এনেছো ! তখন সান্টা দাদু তার ঝোলার ব্যাগ থেকে কেক,চকলেট, বেলুন ,পুতুল সব উপহার সেই সব বাচ্চাদের হাতে তুলে দিয়ে বলছে হ্যাপি ক্রিস্টমাস ডে ! রমানাথ বাবু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে একটু দূরে আর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ! তখন রমানাথ বাবু তার কাজে এসে বললো ,এই যে খুকি তোমার সান্টা দাদুর কাজ থেকে তুমি কি উপহার নিতে চাও বলো ? ঝিলিক কখোনো সান্টা দাদুকে দেখেনি ,আজ প্রথম দেখলো ,সেই লাল পোশাক ,লাল টুপি আর লাল রঙের জুতো পরে আছে ! তার কাছেই আসতে ঝিলিক বললো তুমিই সান্টা দাদু ,আমি যা চাইবো তুমি দিতে পারবে ? বলে তার হাতে একখানা কাগজ ধরিয়ে বললো সান্টাদাদু আমি চোকলেট ,বেলুন চাই না শুধু আমার বাবা ও মা কে এনে দাও! রমানাথ বাবু কাগজ খানা পড়ে বললো তুমি এই চিঠি তোমার সান্টা দাদুকে লিখেছো বলে ঝিলিকের মাথায় হাত বুলিয়ে বললো আচছা খুকি এখন এই বেবি ডল টা তুমি নাও, এই টা তোমার জন্যই এনেছি ! ঝিলিক কে দেখে রমানাথ বাবু মনটা কেমন যেন হয়েছিল ! ঠিক যেনো তার হারিয়ে যাওয়া মেয়ের মতোন দেখতে ঝিলিক ,তার দেওয়া চিঠি পড়ে জানলো সব যে ঝিলিকের বাবা ও মা নেই ! তখন রমানাথ বাবু ঝিলিকের জড়িয়ে ধরে বললো লক্ষি মা তুমি কি আমার সাথে যাবে ? ঝিলিক তখন বললো কোথায় তোমার দেশে ,তুমি তো বরফের দেশে থাকো ! রমানাথ বাবু তাকে বললো হুম কিন্তু এই বার থেকে আমি তোমাদের এইখানে থাকবো আর যাবো না ! সত্যিই ঝিলিক বলে উঠলো তখন সেই রমানাথ বাবু কে সান্টা দাদু ভেবে জড়িয়ে ধরে বললো তুমি কি ভালো সান্টা দাদু ! রমানাথ বাবু র দুই চোখ জলে ভরে উঠলো ,ঝিলিক কে জড়িয়ে ধরে বললো হয়তো তোর বাবা কে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তোর বাবার অভাব আমি পূরণ করতে পারবো তুই তো আমার হারিয়ে যাওয়া মা !
সেই থেকে আজো ও সবাই রমানাথ বাবু কে সান্টা দাদু বলে চেনে ! এই বড়দিনে রমানাথ বাবু ও সান্টা দাদু সেজে বাচ্চাদের জন্যই উপহার নিয়ে হাজির হয় !
0 comments: